চট্টগ্রামে ভেজাল তেল কারখানায় অভিযান, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভেজাল সয়াবিন তেল কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় জব্দ করা হয় ২ হাজার ৬৬১ লিটার ভেজাল সয়াবিন তেল।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের মিডিয়া বিভাগ থেকে এতথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলমগীর (৩৬), সাইফুল ইসলাম হৃদয় (১৮) ও মো. শাকিল (১৮)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপোল এলাকার শাহ অহিদিয়া দরবার মার্কেটের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, গোডাউনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাজার থেকে সয়াবিন তেল সংগ্রহ করে তা বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও তারা বোতলের গায়ে বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো যুক্ত মোড়ক সংযুক্ত করে বাজারজাত এবং বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। পরে এই ভেজাল তৈরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ৫ লাখ টাকা মূল্যের ভেজাল তেল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রেজাউল/ মাসুদ