ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটের চাঞ্চল্যকর রূপালী হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২৩
জয়পুরহাটের চাঞ্চল্যকর রূপালী হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের চাঞ্চল্যকর রূপালী (১৬) হত্যা মামলার রায়ে প্রেমিক সাজাদুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃতদণ্ডপ্রাপ্ত সাজাদুল ইসলাম আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের সাহাদুলের ছেলে ।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের সাথে আসামি সাজাদুলের সরকারি লিজকৃত ৪ একর খাস জমি নিয়ে শত্রুতা চলে আসছিলো। সেসময় আসামি কৌশলে জলিলের মেয়ে রূপালীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ে নিয়ে ওই মেয়ের সাথে সাজাদুলের বিবাদ হয়। এরপর ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে রূপালীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তুলশীগঙ্গা নদীর পাড়ে হাত-পা বেঁধে মারপিট করে হত্যা করে সাজাদুল। আলামত লুকানোর জন্য কেরোসিন দিয়ে লাশটি আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে পালিয়ে যান তিনি। পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রূপালীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।

শামীম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়