ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে সাংবাদিকের মায়ের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৩  
টাঙ্গাইলে সাংবাদিকের মায়ের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর থেকে সুলতানা সুরাইয়া নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে পশ্চিম ভূঞাপুর নিজ বাড়ী থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার।

পারিবারিক সূত্র জানায়, পশ্চিম ভূঞাপুর গ্রামের এই বাড়িতে নিহত সুলতানা সুরাইয়া একাই বসবাস করতেন। বাহির থেকে তালা লাগানো এ ঘরের মেঝেতে পড়ে ছিলো তার গলাকাটা নিথর মরদেহ। বৃহস্পতিবার রাতে প্রতিবেশি ও পরিবারের সদস্যরা তার ব্যবহৃত ফোন বন্ধ পায়। তার বাড়িতে গেলে ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হলে গেট টপকে ঘরে উঁকি দিলে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ এডিটর আবু সায়েম আকন্দ বলেন, আমাদের কোন শত্রু নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্দের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত ও মামলাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

কাওছার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়