ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২৩  
শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় আহত অজ্ঞাত (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে, সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রী ছাউনির কাছে রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওই নারীর মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ শিবচর হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

বেলাল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়