ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুটবল খেলার সময় হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ফুটবল খেলার সময় হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

মাদারীপুরে ফুটবল খেলার সময় হার্ট অ্যাটাকে দুলাল সাহা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত দুলাল সাহা চরমুগুরিয়া এলাকার নারায়ণ সাহার ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, চরমুগুরিয়া কলেজ মাঠে তাদের সহপাঠীদের সঙ্গে প্রতিদিনের মতোই শুক্রবার বিকেলে ফুটবল খেলতে মাঠে নামেন দুলাল সাহা। ফুটবলে লাথি মারার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মাটিতে পড়ে মারা যান দুলাল।

দুলাল সাহার বড় ভাই গোপাল সাহা বলেন, আমার ভাই এভাবে চলে যাবে কখনও ভাবতে পারিনি। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। দুনিয়াতে আমার আর কেউ রইলো না।  

দুলালের বন্ধু রাজিব বলেন, আমরা বন্ধু এবং এলাকার কিছু লোকজন মিলে প্রতিদিন কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো কালও দুলাল আমাদের সঙ্গে ফুটবল খেলতে কলেজ মাঠে আসে। খেলার সময় এভাবে মারা যাবে আমরা ভাবতেও পারিনি।

বেলাল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়