ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ডাকাতসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ডাকাতসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের গ্রেপ্তার অভিযানকালে ডাকাত দলের সদস্যরা হামলা করেছে। পরে পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পুলিশ গুলিবিদ্ধ ডাকাতসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় ডাকাতিকালে পুলিশ অভিযানে গেলে এ ঘটনা ঘটে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ সব তথ্য জানান। 

আরো পড়ুন:

পুলিশ সুপার বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় ৬-৭ জনের ডাকাত দল মোরটসাইকেল আরোহী দুই জনের গতিরোধ করে। পরে তাদের মোটরসাইকেল, টাকা, মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়। এ খবর পেয়ে আড়াইহাজার থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে ডাকাত জুয়েলকে আটক করলেও সহযোগীরা পালিয়ে যায়। পরে জুয়েলের তথ্যমতে আড়াইহাজার থানা ও ডেমরা থানা পুলিশ যৌথভাবে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এতে ডাকাত মিনহাজুল আবেদীন ফাহিম গুলিবিদ্ধ হয়। পুলিশের একটি অস্ত্রও ভেঙে যায়। পরে পুলিশ সেখান থেকে কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে, পুলিশ নরসিংদীতে অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মোটরসাইকেল, মালামাল উদ্ধার করে। গ্রেপ্তার ডাকাতরা হলেন, সজিব, জুয়েল, বাদল, আমজাদ, রাকিব ও  মমিন।

পুলিশ সুপার জানান, আহত পুলিশের এক সদস্য ও গুলিবিদ্ধ ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আহত অন্য সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

রাকিব/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়