ঢাকা     সোমবার   ০২ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আবু রায়হান (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা গ্রামে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া রায়হান একই গ্রামের মো. ইমদাদুল মোল্লার ছেলে।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাখিরুল ইসলাম বলেন, আজ বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল রায়হান। এরই এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। অনেকক্ষণ পর স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশুকে ভাসতে দেখেন। পরে তারা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়