ঢাকা     সোমবার   ০২ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তব্য: দুলুকে গ্রেপ্তার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩
বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তব্য: দুলুকে গ্রেপ্তার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে দ্রুত গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট পৌর ছাত্রলীগের তিনটি ওয়ার্ডের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে দুলুর কুশপুত্তলিকা দাহ করে তারা। এ সময় লালমনিরহাট জেলা, সদর ও পৌর শাখার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট পৌরসভার ১, ২, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি লালমনিরহাট সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের মুল সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিএনপি নেতা দুলুর কুশপুত্তলিকা দাহ করা হয় এবং দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগ নেতারা। 

গত ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে দুলুর নামে সদর থানায় অভিযোগ দেন রকিবুল হাসান খান। অভিযোগটি রংপুর তথ্যপ্রযুক্তি আদালত থেকে অনুমোদিত হয়ে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলা হিসেবে নথিভুক্ত হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে থানায় করা অভিযোগ তদন্ত শেষে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে সাইবার নিরাপত্তা আইনে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

দুলুর নামে করা মামলার এজাহারে জানানো হয়েছে, জেলা বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। সর্বশেষ গত ৩০ আগস্ট লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে বিএনপি অফিসের সামনে বক্তব্য দেন। এ সময় তিনি প্রকাশ্যে বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করেন। বিএনপির মিডিয়াসেল নামক সোশ্যাল মিডিয়া পেজ ওই সময় বক্তব্য লাইভ সম্প্রচার করে। 

এছাড়া সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে মিলন বাজার এলাকায় এক জনসভায় দুলু বঙ্গবন্ধুকে ড. ইউনূসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে নিন্দার ঝড় ওঠে। 

তবে অভিযোগ মিথ্যা দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ করছে। এর আগে মামলা প্রত্যাহারের দাবিতে করা কালীগঞ্জ উপজেলা বিএনপির মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই সময় পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়।
 

জামাল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়