ঢাকা     রোববার   ২০ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৭ ১৪৩২

ফরিদপুরে নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি না করায় জরিমানা

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ফরিদপুরে নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি না করায় জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকার নির্ধারিত পেঁয়াজের দাম পর্যবেক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মইন্দিয়া পেঁয়াজ বাজারে সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, ক্রয় রসিদ ও মূল্য তালিকা হালনাগাদ না করায় মেসার্স শাহাদাত ট্রেডিং কোম্পানি, সোহাগ ট্রেডার্স ও মেসার্স আরমান ট্রেডিং কোম্পানিকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, সরকার নির্ধারিত দামে দেশি পেঁয়াজ ক্রয়-বিক্রয় এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করা হয়নি এবং মূল্য তালিকা হালনাগাদ করা হয়নি। এ ব্যাপারে ব্যবসায়ীদের বিশেষ সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার সরকার, বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ বিশ্বাস, উপজেলা ক্যাবের সভাপতি মুহাব্বত জান চৌধুরী প্রমুখ।

আরো পড়ুন:

তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়