ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জীবনের বড় ভুল ড. কামালকে নেতা মানা: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
জীবনের বড় ভুল ড. কামালকে নেতা মানা: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জীবনের শ্রেষ্ঠ ভুল ড. কামাল হোসেনকে বড় নেতা মেনে তার পাশে গিয়েছিলাম। তিনি বিএনপির সঙ্গে জোট করেছিলেন। কিন্তু তিনি কোনো বড় নেতা নন। আমি যেমন সবার পরে জোটে গিয়েছিলাম, তেমনি এক মাসের মধ্যে জোট ছেড়ে দিয়েছি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সালগ্রামপুর বাজারে (সিলিমপুর) দাড়িয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের তৃতীয় বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন, এ কথাটি আমি মানি না। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীই বলেন, জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধুকে খুন করেছেন, জড়িত ছিলেন, অথবা জানতেন‌। এসব মুখে না বলার চেয়ে মামলা দিয়ে সাক্ষ্য-প্রমাণে মরণোত্তর ফাঁসি দিলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু তিনি কোনো মুক্তিযোদ্ধাই নন, পাকিস্তানিদের এজেন্ট―এ কথা বলে মুক্তিযোদ্ধাদের ছোট করা ভালো না।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দেলোয়ার হোসেন নবীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, আলমগীর সিদ্দিকী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর প্রমুখ।

কাওছার আহমেদ/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়