মির্জাপুরে প্রাথমিকের নতুন বই নিয়ে ট্রাক পুকুরে
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদালয়ের নতুন বই বোঝাই একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার পোষ্টকামুরী শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ১ লাখ ৪৮ হাজার ৭৬৭টি বই দুটি ট্রাকে আজ সকালে মির্জাপুরে আসে। সকাল ৯টার দিকে বইগুলো শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত গুদামে রাখতে ট্রাক দুটি বিদ্যালয়ের রাস্তা দিয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের পাশে পৌঁছালে কংক্রিট রাস্তা ভেঙে পাশের পুকুরে উল্টে পড়ে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-৭৫০৬)। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরফুদ্দিন আহমেদ ঘটনাস্থলে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরফুদ্দিন আহমেদ বলেন, উল্টে যাওয়া ট্রাকটি থেকে সন্ধ্যা ৬টার দিকে নতুন বই উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। বই উদ্ধারের পর ট্রাকটি পুকুর পাড়ে তোলার কাজ শুরু হবে।
কাওছার/মাসুদ