ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু চিকিৎসায় ভারত থেকে এলো স্যালাইন

নিজস্ব প্রতিবেদক যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৮:২২, ২১ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গু চিকিৎসায় ভারত থেকে এলো স্যালাইন

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে স্যালাইনবাহী ট্রাকটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

আরো পড়ুন:

স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রপ্তানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। 

এর আগে, গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে। চাহিদা বাড়লে পরবর্তীতে স্যালাইনের আমদানি আরও বাড়তে পারে।

স্যালাইন আমদানিকারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটময় মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, আমদানি করা স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড় করণে সহযোগীতা করা হচ্ছে।

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়