কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৪ আসামি গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন, দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে আকাশ (২১), একই এলাকার আলম ড্রাইভারের ছেলে মো. সবুজ সরকার (২৩), সুরুজ মিয়ার ছেলে মেহেদী হাসান (১৬)। অপর আসামি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দানিখোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. হৃদয় মিয়া (২৩)। হৃদয় ভাগলপুরে তার নানার বাড়িতে বসবাস করে।
মামলার এজাহারে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যার পর উপজেলার শহিদনগর সোনালী আঁশ জুটমিল সংলগ্ন জঙ্গলে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার কিশোরী গৌরীপুর থেকে একা লেগুনা দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িটি শহিদনগর পৌঁছালে লেগুনা ড্রাইভার আকাশ ও সবুজ মিলে কিশোরীর মুখ, হাত চেপে জোর করে গাড়ি থেকে নামিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে হৃদয়, মেহেদী এবং আরও দুই জন ওই কিশোরীকে ধর্ষণ করেন। আসামিরা ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন কিশোরীকে। ধর্ষণের দুই দিন পর ঘটনাটি কিশোরীর মুখ থেকে জানতে পারে তার মা ও বাবা। পরে মা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ ও দুইজন অজ্ঞাতনামা আসামি করে দাউদকান্দি মডেল থানায় ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রুবেল/বকুল