ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতিকে কুপিয়ে জখম 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩  
মাদারীপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতিকে কুপিয়ে জখম 

তুহিন দর্জি

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তুহিন দর্জিকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর শহরের সৈয়দারবালী এলাকায় তুহিন দর্জির ওপর হামলা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তুহিন দর্জি মাদারীপুর শহরের ইটেরপুল এলাকার জাকির দর্জির ছেলে। 

সূত্র জানিয়েছে, তুহিন দর্জি ও তার বন্ধু শিমুল সৈয়দারবালী এলাকায় গেলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় শিমুল পালিয়ে গেলেও তুহিনকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করা হয়। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বেলাল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়