ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার লেগে নিখোঁজ ১, আহত ২

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার লেগে নিখোঁজ ১, আহত ২

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ গাঁথা ছড়া ব্রিজের পাশে পিকনিকের বোটে বিদ্যুতের তার লেগে একজন নিখোঁজ ও দুইজন গুরুতর আহত হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মাইনীমূখ-গাথাঁ ছড়া ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রলার বোটের ছাদের উপরে বসা ছামাদুল হক (২৫), মামুন (১৮) ও মো. রাসেলকে বিদ্যুতের মেইন তারে লেগে যায়। এতে মামুন ও রাসেল আহত হয়ে ট্রলারে পড়লেও ছামাদুল পানিতে পড়ে ডুবে যায়। 

ছামাদুল হক গাঁথা ছড়া মতিন টিলার আব্দুল হাইয়ের ছেলে। আহত মামুন গাঁথা ছড়া, নবাবপুর টিলার নজরুল ইসলামের ছেলে এবং মো. রাসেল গাঁথা ছড়ার মো. সাইফুলের ছেলে।

এব্যপারে শনিবার রাতে লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সেলিম উদ্দিন বলেন, আমাদের এখানে ডুবুরি নেই রোববার সকালে রাঙামাটি থেকে ডুবুরি আসলে খুঁজবো।

এব্যাপারে লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে গিয়েছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে। না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

এদিকে খবর পেয়ে মাইনী জোনের সেনাবাহিনীর একটি টিম, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যৌথভাবে লোকাল ডুবুরি এনে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

বিজয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়