ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে অ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকুল ইসলামের (৪৮) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

অভিযুক্ত রফিকুল ইসলাম সদর উপজেলার দিয়ার বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ১৫ বছর ধরে সেখানে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

আরো পড়ুন:

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৫ জুলাই রাতে গরমের কারণে জানালা খুলে ওই গৃহবধূ ঘুমিয়ে পড়েন। তখন তার স্বামী বাসায় ছিলেন না। এই সুযোগে রফিকুল জানালা দিয়ে গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। গৃহবধূ জেগে রফিকুলের হাত ধরে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রফিকুলকে হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়দের কাছে রফিকুল ইসলাম ক্ষমা চান। পরে স্থানীয়রা বিচারের দিন ধার্য করে রফিকুলকে ছেড়ে দেয়। কিন্তু সঠিক বিচার না পেয়ে গত ২০ আগস্ট সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে গৃহবধুর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিরাজগঞ্জ (পিবিআই) এর কাছে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান আজ রোববার (২৪ সেপ্টেম্বর) মামলার নথি হাতে পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি ব্যাংককে আছি। আপনারা আমার সহকর্মী অ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা মুশফিকুর রহমান লিপুর সঙ্গে কথা বলেন।’

এ বিষয়ে মুশফিকুর রহমান লিপু বলেন, ‘ম্যানেজার রফিকুল ইসলাম আমাকে ফোনে জানিয়েছেন, মামলা হয়েছে। সাংবাদিকেরা যা পারে, লিখে দিতে বলেন।’  

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আদলতের আদেশ পেয়েছি। তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।’
 

রাসেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়