ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আত্রাইয়ে শিক্ষকের ২ পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
আত্রাইয়ে শিক্ষকের ২ পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত শিক্ষককে প্রথমে আত্রাই এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচপুর মোড়ে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

আহত আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা। তিনি জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, শিক্ষক আবুল হোসেন আজ বিকেলে স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পাঁচুপুর মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা তার পথ রোধ করে। এসময় দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং দুই পায়ের গোড়ালির রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই শিক্ষককে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আবুল হোসেনের শ্বশুড় সিরাজুল ইসলাম বলেন, স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সে আছি জানিয়ে এর বেশি কথা বলতে পারেননি তিনি।

আত্রাই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দোলন আক্তার বলেন, শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধুমাত্র একটু চামড়ার সঙ্গে লেগে আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার খবর পেয়েছেন জানিয়ে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়