ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতারণা মামলার ৪০ বছর পর আসামি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
প্রতারণা মামলার ৪০ বছর পর আসামি গ্রেপ্তার

ঝালকাঠি নলছিটিতে প্রতারণা মামলায় ৪০ বছর পলাতক থাকার পর আসামি মো. আনোয়ার হোসেন (৬৭) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার মো. মমিন উদ্দিন ওরফে মন্তাজের ছেলে। 

নলছিটি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হাসান জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৯৮৩ সালে সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। পরে তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন । দীর্ঘ প্রায় ৪০ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়। 

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, ৪০ বছর পর প্রতরণা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে সকালেই আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 

অলোক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়