ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির রোডমার্চ খুলনায় পৌঁছেছে রাত পৌনে ৮টায় 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩
বিএনপির রোডমার্চ খুলনায় পৌঁছেছে রাত পৌনে ৮টায় 

খুলনায় বিএনপির বিভাগীয় রোডমার্চের সমাবেশ বিকেল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার পরিবর্তে রাত পৌনে ৮টায় শুরু হয়েছে। নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে সমাবেশ শুরু হয়। সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা।

এর আগে সকালে ঝিনাইদহ থেকে শুরু হয়ে মাগুরা ও যশোর জেলার ১৬০ কিলোমিটার পথ ঘুরে রোডমার্চ রাত পৌনে ৮টায় খুলনায় এসে পৌঁছায়। এখানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন:

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘অতীতে সমাবেশের কর্মসূচি দিলে ধরপাকড় শুরু হতো। এখন পর্যন্ত কাউকে আটকের অভিযোগ আমরা পাইনি। এটা স্বস্তির।’ 

বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল জানান, সকাল ১০টায় ঝিনাইদহে রোড মার্চের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিন্তু আসার পথে একাধিক জায়গায় পথসভা হওয়ায় রোডমার্চ খুলনায় পৌঁছতে বিলম্ব হয়।

নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়