ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোর জেলা আ.লীগের সভাপতি হলেন অ্যাডভোকেট সিরাজুল

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৯:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩
নাটোর জেলা আ.লীগের সভাপতি হলেন অ্যাডভোকেট সিরাজুল

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়েছেন নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

সোমবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সিরাজুল ইসলামকে বাংলাদেশ আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সভাপতি পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাটোর জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে।

এদিকে, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভাকাঙ্ক্ষীরা ও নেতাকর্মীরা ফেসবুকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে সভাপতি পদটি শূন্য হয়।

আরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়