ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল জাহাজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৪:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩
৫০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল জাহাজ

কক্সবাজার টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৫০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেছে ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পর্যটকবাহী জাহাজটি যাত্রা শুরু করে দুপুরে সেন্টমার্টিন পৌঁছায়।

পর্যটন ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন পর পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন এসেছে। পর্যটক আসার পর সেন্টমার্টিনের চেহারাই পাল্টে গেছে। শুধু একটি নয়, যে কয়টি জাহাজ সেন্টমার্টিনে চলাচল করে সবগুলোকে অনুমতি দিলে পর্যটন খাতের উন্নয়ন হবে।

আবদুল মালেক নামের আরেকজন বলেন, জাহাজ চালু হয়েছে ভালো কথা। কিন্তু সেন্টমার্টিনে বসবাসরত স্থানীয়দের আসা-যাওয়ায় ১২০০ টাকা ভাড়া নেওয়া দুঃখজনক। আমাদের ‘সি প্লেনে’র দরকার নেই। পর্যটকবাহী সব জাহাজ চলাচলের অনুমতি চাই।

কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সিনিয়র সহ-সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, জেলা প্রশাসকের ছাড়পত্র নিয়ে প্রথম দিন ৫ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে পৌঁছেছে জাহাজ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, বুধবার সকালে পর্যটকবাহী একটি জাহাজ ৫০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনে গেছে। পর্যটকদের সুবিধা-অসুবিধার ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ মার্চ টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন।

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়