ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে বিশ্বপর্যটন দিবস পালন

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩
রাঙামাটিতে বিশ্বপর্যটন দিবস পালন

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যে দিয়ে রাঙামাটিতে আড়ম্বর আয়োজনে বিশ্বপর্যটন দিবস পালন করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিবস উপলক্ষে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এর আগে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

আরো পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পারলে এখানকার অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি দেশের রাজস্ব খাতে অবদান রাখবে। যততত্র হাউজবোট নামানো যাবে না। কাপ্তাই হ্রদ এখন দূষিত হচ্ছে। সারা দেশের তুলনায় পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প পিছিয়ে রয়েছে। 

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং বিশ্বপর্যটন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নিউচিং মারমা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার অলোক বিকাশ চাকমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূর উদ্দীন মো. সিবলী রোমান। ট্যুরিজমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান খোকেন্বর ত্রিপুরা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জিমনেসিয়াম প্রাঙ্গণে চার দিনব্যাপী উন্নয়ন মেলা বসেছে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শেষ হবে ৩০ সেপ্টেম্বর বিকেলে।
 

বিজয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়