ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ট্রাক চালক-হেলপারকে ছুরিকাঘাত, আটক ১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৩
বগুড়ায় ট্রাক চালক-হেলপারকে ছুরিকাঘাত, আটক ১

বগুড়ায় ট্রাক চালক ও হেলপারকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদরের মহিষবাথান এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আহতদের বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ট্রাক চালক সেলিম (৩৫) ও হেলপার রায়হান (২৩)। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়। তারা মালবাহী ট্রাক নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। 

আরো পড়ুন:

আটক যুবকের নাম শুভ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ট্রাকের চালক ও হেলপার বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় ট্রাক থামিয়ে নিচে নামলে ৩/৪ জন যুবক তাদের ধাওয়া করে। পরে তারা ট্রাকের চালক ও হেলপারকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

তিনি আরও জানান, কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়