বগুড়ায় ট্রাক চালক-হেলপারকে ছুরিকাঘাত, আটক ১
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় ট্রাক চালক ও হেলপারকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদরের মহিষবাথান এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আহতদের বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ট্রাক চালক সেলিম (৩৫) ও হেলপার রায়হান (২৩)। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়। তারা মালবাহী ট্রাক নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন।
আটক যুবকের নাম শুভ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ট্রাকের চালক ও হেলপার বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় ট্রাক থামিয়ে নিচে নামলে ৩/৪ জন যুবক তাদের ধাওয়া করে। পরে তারা ট্রাকের চালক ও হেলপারকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।
এনাম/ মাসুদ