ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় প্রতারক গ্রেপ্তার

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩  
গাইবান্ধায় প্রতারক গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা থেকে জয়নুল আবেদীন ওরফে জয় (৪৩) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি, হাড়দণ্ড, ওয়াকিটকি, ব্যাংকের চেকবই ও কালো জাদুর বই জব্দ করা হয়।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।

আরো পড়ুন:

গ্রেপ্তার জয়নুল আবেদীন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলাপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বসতবাড়ি তল্লাশি করে বিভিন্ন ব্যাংকের ৫৫টি চেক বই, ১০টি সিসিটিভি ক্যামেরা, ভিডিও রেকর্ডার একটি, একটি স্যামসাং মনিটর, একটি মাথার খুলি ও হাড়দণ্ড, ৪টি ওয়াকিটকি ও একটি কালো জাদুর বই জব্দ করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জয়নুল আবেদীন প্রতারণার কাজে জব্দ উপকরণ ব্যবহার করতেন বলে স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, সাঘাটা থানার ওসি রাকিব হোসেন প্রমুখ।

মাসুম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়