বিদেশে চিকিৎসা না হলে নেত্রীকে বাঁচানো যাবে না : রিজভী
কালীগঞ্জ (গাজীপুর) গাজীপুর || রাইজিংবিডি.কম

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা না দিলে বাঁচানো যাবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ।
রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে চিকিৎসা সর্বোচ্চ হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসা না হলে তাকে বাঁচান যাবে না। এই আবেদন শুধু দলের নয়, এই আবেদন দেশের কোটি কোটি মানুষের। এই আবেদন দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের। কিন্তু শেখ হাসিনা কারও কথা বিশ্বাস করেন না।’
তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) চোখ অসুস্থ, তার লিভার ক্ষতিগ্রস্ত, তার কিডনি ক্ষতিগ্রস্ত, তার উচ্চমাত্রার ডায়াবেটিস, তার হৃদরোগে, তার রিং পরানো আছে। এত বেশি অসুস্থ সাবেক চার বারের প্রধানমন্ত্রী। অথচ চিকিৎসা করার সুযোগ নেই। আর আপনি (শেখ হাসিনা) গোটা আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘাগটিয়া চালাওয়েল ফেয়ার ক্লাব মাঠে প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ সব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি ৩৬ দিন আলটিমেটাম দিয়েছেন, বিএনপিকে সঠিক পথে আসতে বলেছেন, নাহলে খবর আছে, হাত-পা ভেঙে দেওয়া হবে। আমি বলি, আপনি কার হাত-পা ভাঙবেন, জনগণ আমাদের সঙ্গে। পুলিশ দিয়ে বাধা দেন, র্যাব দিয়ে বাধা দেন। আপনারা যা বলবেন, তার ওল্টো হবে।’
বিএনপি জেলা সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান শাহ, ডা. মাজহারুল আলম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।
বিএনপির গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন সরকার বলেন, ‘বাংলাদেশে ১/১১ সময় সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং বার বার কারাবরণ করেছেন আ স ম হান্নান শাহ। আজ হান্নান শাহ থাকলে ভোটচোর সরকার ক্ষমতায় থাকতে পারত না।’
রফিক/বকুল
আরো পড়ুন