ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু, সম্পাদক মাহাতাব

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:৩০, ১ অক্টোবর ২০২৩
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু, সম্পাদক মাহাতাব

হামিদুল আলম সাজু ও মাহাতাব হোসেন চৌধুরী

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হামিদুল আলম সাজু। আর সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মাহাতাব হোসেন চৌধুরী। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ত্রি-বার্ষিক এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। পরে গণনা শেষে রোববার (১ অক্টোবর) সকাল ৭টায় ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি রজব আলী ও রফিক আলী পাখি; সহ-সাধারণ সম্পাদক আরিফ শেখ ও মো. গাজি; কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস ও সুলতানুল ইসলাম; দপ্তর সম্পাদক মামুন হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. বাবু, সাংস্কৃতিক ক্রীড়া ও প্রচার সম্পাদক গোলাম আযম। এছাড়া সড়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজিরুল ইসলাম সেলিম, রিংকু কুমার দাস ও সজিব আহম্মেদ।

আরো পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রফিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৮৬৪ জন। এরমধ্যে ৩ হাজার ৭৮ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন। নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালে ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন শ্রমিকেরা।
 

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়