ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় ছাত্রলীগ নেতাদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ  

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১ অক্টোবর ২০২৩  
পাবনায় ছাত্রলীগ নেতাদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ  

পাবনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানসহ তার সমর্থকদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। 

রোববার (০১ অক্টোবর) রাতে মেহেদী হাসানের সমর্থকদের আয়োজনে পাবনা জেলা স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

আরো পড়ুন:

এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মাহমুদুল ওয়াহিদ, আলাম, মিঠু, রিয়ন আহাদ, সোহেল প্রমুখ। 

বক্তারা বলেন, বিতর্কিত ছাত্রলীগ নেতা সিফাত ও তার সমর্থকরা রাজনীতিকে বিতর্কিত করার জন্য এলাকায় বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। এর প্রতিবাদ করায় ইতোপূর্বে নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। শনিবার রাতেও হত্যার উদ্দেশ্যে হামলা করলে বেশ কিছু নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি করেন বক্তারা। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পাবনা শহরের মাসুম বাজার এলাকায় মেহেদী হাসান ও তার সমর্থকদের উপর গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ সহ ১২ জন আহত হয়।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়