ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করতোয়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ০৯:০৯, ২ অক্টোবর ২০২৩
করতোয়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১ সেপ্টেম্বর) উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামস্থ করতোয়া নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রের নাম সিজানুর রহমান সিজান(১৫)। সে উপজেলার করতকোলা পশ্চিমপাড়া গ্রামের মুঞ্জুরুল আলম এর ছেলে ও করতকোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে যায় সিজান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমিনুল ইসলাম জানান, আমরা রোববার সকাল থেকে করতোয়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রের উদ্ধারে অভিযান পরিচালনা করি। পরে রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে আমাদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিলে বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনাম আহমেদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়