রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আবুল হায়াত (২২) ও সাকিব ওরফে শান্ত (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত আবুল হায়াত ও সাকিব ওরফে শান্ত নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা। এদের মধ্যে সাকিব ট্রাকের চালক। ট্রাক থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
কেয়া/টিপু