খুলনায় শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

খুলনায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের মুখ খুলে শরীরে আগুন ধরিয়ে সুজলা রাণী বিশ্বাস (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর ফরাজী পাড়া মেইন রোডস্থ মৃত আব্দুল জব্বারের বাড়ির দ্বিতীয় তলার একটি বাসার রান্না ঘরে ঘটনাটি ঘটে। মারা যাওয়া সজলা রাণী শ্যামল কুমার বিশ্বাসের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে ঘরের দরজা বন্ধ করে শরীরে আগুন ধরিয়ে দেয় সুজলা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ওই নারীর শরীরে লাগা ও কক্ষে ছড়িয়ে পড়া আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসেছিল।
খুলনা সদর থানার এএসআই মারুফ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।
নূরুজ্জামান/মাসুদ