ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কের ৫ পয়েন্টে পুলিশের তল্লাশি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৮ অক্টোবর ২০২৩  
মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কের ৫ পয়েন্টে পুলিশের তল্লাশি

ঢাকার বড় দুই দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানী পাশের জেলা মুন্সিগঞ্জের সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে পুলিশ চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানা প্রান্ত, শ্রীনগরের ছনবাড়ী, সিরাজদিখান উপজেলার নিমতলা সড়কে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর ও মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু সড়কে এই তল্লাশি চৌকিগুলোতে কাজ করতে দেখা গেছে পুলিশকে।

আরো পড়ুন:

এদিকে, আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে মহাসড়কে গণপরিবহন কিছুটা কম চলাচল করতে দেখা গেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম জানান, ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ ৫টি স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সাধারণ মানুষের যেন চলাচলে কোনো বেগ পেতে না হয় তাই আমাদের সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়েছে।

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়