ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:৪৬, ২৮ অক্টোবর ২০২৩
সাতক্ষীরা সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে সাড়ে চার কোটি টাকার মাদকসহ তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রসেনজিৎ বিশ্বাস (৩০), সাধন ঢালী (৩৫) ও দিপংকর কর্মকর (৩৫)। তারা ভারতের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাতে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় তিন ভারতীয় নাগরিক নিষিদ্ধ মাদক দ্রব্যসহ অবস্থান করছে বলে খবর আসে। এরপর সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ, ৩ বোতল এলএসডি ও ৩টি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। 

তিনি আরও জানান, জব্দকৃত মাদক দ্রব্যের আনুমনিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলারোয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 
 

শাহীন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়