ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

১০ ঘণ্টায় বঙ্গবন্ধু টানেলে ১১৬১ যানবাহন পারাপার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২৯ অক্টোবর ২০২৩  
১০ ঘণ্টায় বঙ্গবন্ধু টানেলে ১১৬১ যানবাহন পারাপার 

চট্টগ্রামে কর্ণফূলী নদীর নিচ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার প্রথম দিন রোববার (২৯ অক্টোবর) প্রথম ১০ ঘণ্টায় ১ হাজার ১৬১টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে।

সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে এ সব যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা। বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা এ তথ্য জানিয়েছেন।

টানেল কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে টানেলের উদ্বোধন করার পর আজ সকাল ৬টা থেকে যানবাহন পারাপারের জন্য খুলে দেওয়া হয়। টানেলের ভেতর দিয়ে প্রতি ঘণ্টায় ৩০টি গাড়ি পারাপার হচ্ছে। 

 

রেজাউল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়