হরতালে সংঘর্ষে নিহত শ্রমিকলীগ নেতার দাফন
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিএনপির হরতালকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষে নিহত শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার (২৯ অক্টোবর) হরতালকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাফার গোডাউন লোড-আনলোড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজু ও আওয়ামী লীগ কর্মী বিপ্লব, বাবলু মিয়াসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীর আলম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীরের মরদেহ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলমের স্ত্রী আফরোজা বেগম (৪০) বলেন, ‘হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
জাতীয় শ্রমিক লীগের লালমনিরহাট জেলা আহ্বায়ক জহুরুল ইসলাম টিটু বলেন, বিএনপির নেতাকর্মীরা মহেন্দ্রনগরে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক নেতাকর্মী আহত হয়। এরমধ্যে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ হামলা ও হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, বিএনপির ডাকা হরতালে নেতাকর্মীরা শান্তিপুর্ণভাবে কর্মসুচি পালন করছিল। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে কার আঘাতে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে তা তিনি জানেন না।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। হরতালে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে তারা হত্যার ঘটনায় জড়িত কি-না এ বিষয়ে মন্তব্য করেননি ওসি।
নিহত শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলমের চাচা মাওলানা লুৎফর রহমানের ইমামতিতে জানাযায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশ, জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম টিটুসহ জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের এবং সহযোগীসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
জামাল/বকুল