ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেস্টুরেন্টে অশালীন আচরণ, ৭ তরুণ-তরুণীর জরিমানা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ৩০ অক্টোবর ২০২৩  
রেস্টুরেন্টে অশালীন আচরণ, ৭ তরুণ-তরুণীর জরিমানা

প্রেম করতে রেস্টুরেন্টে গিয়ে অশালীন আচরণরত অবস্থায় বেরসিক ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েছে ৭ তরুণ-তরুণী। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ওই রেস্টুরেন্ট মালিককেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও উঠতি বয়সের তরুণ—তরুণীরা নিরাপদে অশালীন কাজ করার স্থান হিসেবে বেছে নেয় গোলাপগঞ্জের কাজী ফার্মস কিচেনকে। সোমবার অভিযানে নামে উপজেলা প্রশাসন। পরে সেখান থেকে ৭ জনকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ১০ হাজারসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরো পড়ুন:

এ সময় অভিযুক্ত তরুণ-তরুণীরা একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে প্রথমে দাবি করে। পরে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপস্থিত হয়ে তাদের চিনতে পারছেন না বলে জানান। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপপরিদর্শক নুর মিয়া, পার্থ সারথী দাশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী বলেন, তরুণ-তরুণীদের এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সমাজের সচেতন ব্যক্তি ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়