ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৫ নভেম্বর ২০২৩  
জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

ফাইল ফটো

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রউফ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রউফ হাওলাদার উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মঈন উদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রউফের সঙ্গে একই এলাকার হেমায়েত উদ্দিন হাওলাদারের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধপূর্ণ জমিতে বুধবার আব্দুর রউফ সুপারি পাড়তে যান। এসময় উভয়ের মধ্যে ঝগড়া হয়। পরে স্থানীয়ভাবে তা মীমাংসা করে দেওয়া হয়।

ওই দিন দুপুরে আব্দুর রউফ ও তার ছেলে জাকির হোসেন বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইন্দুরকানী হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাদের উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার আব্দুর রউফ হাওলাদারের মৃত্যু হয়।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান চলছে।

তাওহীদুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়