মুন্সীগঞ্জে মসজিদের দেয়ালে ককটেল বিস্ফোরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:০৮, ৬ নভেম্বর ২০২৩
আপডেট: ১২:০৯, ৬ নভেম্বর ২০২৩
মুন্সীগঞ্জ শহরের খালইস্ট জামে মসজিদের দেয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের খালইস্ট এলাকার ওই সড়কে আলো ছিল না। অন্ধকারে কে বা কারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মসজিদের দেয়ালে কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রতন/কেআই