রাজশাহীতে সবজির ব্যাগে ৪০ লাখ টাকার হেরোইন
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে এক ব্যক্তির কাছে থাকা সবজির ব্যাগ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে তার বাড়ি।
রোবাবর (৫ নভেম্বর) রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালী বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে। র্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। পরে সোমবার (৬ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এই হেরোইন রাখার অভিযোগে জাহিদুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কেয়া/বকুল