ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ১ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৬ নভেম্বর ২০২৩  
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ১ জনের যাবজ্জীবন

কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবা পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। এ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থাইংখালী রহমত বিল এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. শাহজাহান (৩৮)। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পিপি ফরিদুল আলম বলেন, ২০২২ সালে পালংখালী রাস্তার উপর থেকে দেড় লাখ ইয়াবাসহ শাহজাহানকে আটক করে র‌্যাব। পরে র‌্যাব বাদী হয়ে মামলা করে।

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়