ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসি মাংস বিক্রির অপরাধে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৭ নভেম্বর ২০২৩  
বাসি মাংস বিক্রির অপরাধে জরিমানা

বাগেরহাটের রামপালে বাসি মাংস বিক্রির অপরাধে হারুণ অর রশীদ নামের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজারের ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় ওই দোকানে থাকা ১৫ কেজি বাসি মাংস ধ্বংস করা হয়।

আরো পড়ুন:

এছাড়া একই বাজারে নোংরা পরিবেশে খাবারদ্রব্য তৈরি, মূল্য তালিকা না থাকার অপরাধে আরও ছয় প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, সাত  প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাজারের ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতন করা হয়েছে। 
 

শহিদুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়