ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাথরের সঙ্গে আলোচনা হয় না: পরিকল্পনামন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৮ নভেম্বর ২০২৩  
পাথরের সঙ্গে আলোচনা হয় না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিএনপি প্রসঙ্গে বলেছেন, ‌‘যারা কথা বলতে চায় তাদের সঙ্গে আলোচনা চলে, পাথরের সঙ্গে আলোচনা হয় না। মতবিরোধ পৃথিবীর সব দেশে থাকলেও তাদের মত অসভ্য আচরণ অন্য কোথাও নেই।’

বুধবার (৮ নভেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, যারা হরতাল অবরোধ করছে তারা উন্নয়ন চোখে দেখে না। উন্নয়ন বোঝে দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। হরতাল-অবরোধে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, উন্নয়ন ব্যাহত হয়। এমন কি বিদেশিরাও আস্থা হারিয়ে ফেলেন। 

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের সব কাউন্সিলর ও সিলেটের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

নূর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়