ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যমুনার চর থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১২ নভেম্বর ২০২৩  
যমুনার চর থেকে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পরে সিরাজগঞ্জের যমুনা নদীর চর থেকে জহুরুল ইসলাম জয় (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মালশাপাড়া (ক্রসবার-৩) এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত জহুরুলল ইসলাম জয় সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নুর হোসেনের ছেলে।

আরো পড়ুন:

নিহতের চাচা সাইফুল ইসলাম জানান, গতকাল শনিবার দুপুরের পর জহুরুর বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ (রোববার) সন্ধ্যায় লোক মুখে জানতে পারি যমুনার চরে এক যুবকের লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই লাশটি আমার ভাতিজার। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে হত্যা করা হয়েছে। তবে, কিভাবে তাকে মারা গেছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।  

অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়