ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটা সৈকত থেকে লাশ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১৩ নভেম্বর ২০২৩  
কুয়াকাটা সৈকত থেকে লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নাম না জানা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সৈকতের গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। 

নৌ-পুলিশ জানায়, আজ সকাল ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতি সংলগ্ন সৈকতের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

আরো পড়ুন:

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়