ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১৩ নভেম্বর ২০২৩  
ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি নীলগাইটিকে উদ্ধার করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আজ দুপুরে ১টার দিকে শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে নীলগাইটির সন্ধান শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় দুপুর পৌনে ৩টার দিকে তারা নীলগাইটিকে ধরতে সক্ষম হন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে প্রাণীটিকে হস্তান্তর করা হবে।

মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়