ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১৬ নভেম্বর ২০২৩  
জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার পাঁচগাছি গ্রামে পুকুরের পানিতে ডুবে ফারজানা নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে। মারা যাওয়া ফারজানা পাঁচগাছি সুলতান মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, ফারজানা বাড়ির উঠোনে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়