ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড় মিধিলি: মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:১৪, ১৭ নভেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় মিধিলি: মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। বন্ধ রয়েছে পণ্য ওঠানামা।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার কন্ট্রোল সুপারভাইজার নোমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ আগমন-নির্গমনসহ পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে বন্দরে অবস্থানরত সকল লাইটার জাহাজ নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সকাল থেকে বাগেরহাটে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণও।

জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্যোগ মোকাবেলায় বাগেরহাটে প্রস্তুত রাখা হয়েছে ৩৬৯টি আশ্রয়কেন্দ্র, নগদ ৯ লাখ টাকা, ৬৫০ মেট্রিক টন চাল। প্রস্তুত আছেন ১ হাজার ৯২০ জন সিপিবি সদস্য। এছাড়াও, রেডক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫০০ জন সদস্য। 

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংকেত ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহিদুল/কেআই

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়