হেলে পড়া গাছ অপসারণ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় মিধিলি’র তাণ্ডবে হেলে পড়া গাছ অপসারণের সময় গাছের চাপায় নাসির হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মুসলিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া নাসির একই এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সামনের সোনালী ব্যাংকের পেছনের মুসলিমপাড়া এলাকার হাদি প্যাদার ঘরের ওপর তার প্রতিবেশীর একটি রেইনট্রি গাছ হেলে পড়ে। আজ সকালে হেলে পড়া ওই গাছটি অপসারণ করতে ওঠেন শ্রমিক নাসির হাওলার। এসময় ওই রেইনট্রি গাছ ও পাশে থাকা অন্য একটি নারিকেল গাছের সঙ্গে চাপা পড়েন তিনি। পরে দশমিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই শ্রমিককে মৃত অবস্থায় গাছ থেকে উদ্ধার করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ইমরান/মাসুদ
- ২ বছর আগে সাগরে ডুবে যাওয়া ট্রলারের ৭ জেলে ফিরলেন তীরে, এখনো নিখোঁজ ২৫
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: দুবলার চরের শুটকিপল্লিতে ৮৫ লাখ টাকার ক্ষতি
- ২ বছর আগে কুমিল্লায় ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে নারীসহ নিহত ২
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: বাগেরহাটে ১৫ হাজার হেক্টর ফসলের ক্ষতি
- ২ বছর আগে সুন্দরবনে নিরাপদ আশ্রয়ে ছিলেন সেই ২৬০ জেলে
- ২ বছর আগে সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়া ১৮ জেলে উদ্ধার
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: এখনো বিদ্যুৎহীন সরাইলের ৮ ইউনিয়ন
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: শিশুসহ ৭ জনের মৃত্যু
- ২ বছর আগে মিধিলির তাণ্ডব, ফেনীতে বিদ্যুৎহীন বহু মানুষ
- ২ বছর আগে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: ফেনীতে আমন ধানের ক্ষতির শঙ্কায় কৃষক
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে শিশুসহ নিহত ২
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: কুমিল্লায় বিদ্যুৎ লাইনের ক্ষতি
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: বরগুনায় ২০৫ বসতঘর ক্ষতিগ্রস্ত
- ২ বছর আগে রেল লাইনে গাছ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন যোগযোগ বন্ধ