ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

রেল লাইনে গাছ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন যোগযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ২১:১৮, ১৭ নভেম্বর ২০২৩
রেল লাইনে গাছ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন যোগযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের ওপরে গাছ পড়ে থাকায় ঢাকা-চট্রগ্রাম-সিলেটের মেধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন মাষ্টার মো. জসিম এতথ্য নিশ্চিত করেছেন। গাছটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে উপড়ে পড়েছে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি।

স্টেশন মাষ্টার মো. জসিম জানান, ব্রাহ্মণবাড়িয়ারর সদর উপজেলার বড় হরণ নামক স্থানে রেল লাইনের ওপরে একটি গাছ উপড়ে পড়েছে। এর ফলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আশগঞ্জের তালশহরে চট্টগ্রামগামী ‘সুর্বণা এক্সপ্রেস’ ও কিশোরগঞ্জের ভৈরবে আটকা আছে নোয়াখালীগামী ‘উপকূল এক্সপ্রেস’ নামের দুটি ট্রেন। কখন লাইন ঠিক হবে আপাতত বলা যাচ্ছে না। 

আরো পড়ুন:

মাইনুদ্দিন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়