ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেনের ধাক্কায় রাজধানীর কুড়িলে অজ্ঞাত যুবক নিহত

প্রকাশিত: ১২:৫১, ১২ জানুয়ারি ২০২৬  
ট্রেনের ধাক্কায় রাজধানীর কুড়িলে অজ্ঞাত যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৩ বছর।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের পেছনের রেললাইনের পাশে গিয়ে মানুষের জটলা দেখতে পান তিনি। কাছে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন এবং ট্রেনের ধাক্কা লেগেছে তার।

স্থানীয়রা তাকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, পরে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিচয় কেউ জানাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন,“মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়