বরিশালে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বরিশাল নগরীতে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষজন।
বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বাতাসের গতিবেগ কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার দুপুর ২টার দিকে বাতাসের গতিবেগ ছিল ১২-১৫ নটিক্যাল মাইলের মধ্যে। ধিরে ধিরে বাতাসের গতি এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। গতকাল দুপুরের দিকে শুরু হওয়া বৃষ্টির পরিমানও বাড়তে শুরু করেছে।
তিনি আরও বলেন, আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত বরিশালে মোট ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে।
এদিকে, বরিশাল জেলা প্রশাসনের থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বরিশাল জেলায় প্রায় সাড়ে ৫০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে উপজেলাগুলোতে থাকা সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দাপ্তরিক ভবন ও পাকা স্থাপনাগুলো ব্যবহার করা যাবে। এছাড়া, উদ্ধারকাজসহ বিভিন্ন প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবকরাও প্রস্তুত আছেন। মেডিক্যাল টিম প্রস্তুত রাখার পাশাপাশি শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং নগদ টাকারও ব্যবস্থা হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় সাড়ে ৩ হাজার আশ্রয়কেন্দ্র এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে ৬ হাজার ২৪৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৬৬টি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়ের জন্য খোলা রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, বরিশাল বিভাগের ১ হাজার ৮৪৫টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের উদ্ধার কাজে বরিশাল বিভাগের ৫ জেলায় ৩২ হাজার ৫০০ জন সেচ্ছাসেবক প্রস্তুত আছেন।
স্বপন/মাসুদ
- ০ মাস আগে সাগরে ডুবে যাওয়া ট্রলারের ৭ জেলে ফিরলেন তীরে, এখনো নিখোঁজ ২৫
- ০ মাস আগে ঘূর্ণিঝড় মিধিলি: দুবলার চরের শুটকিপল্লিতে ৮৫ লাখ টাকার ক্ষতি
- ০ মাস আগে হেলে পড়া গাছ অপসারণ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
- ০ মাস আগে কুমিল্লায় ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে নারীসহ নিহত ২
- ০ মাস আগে ঘূর্ণিঝড় মিধিলি: বাগেরহাটে ১৫ হাজার হেক্টর ফসলের ক্ষতি
- ০ মাস আগে সুন্দরবনে নিরাপদ আশ্রয়ে ছিলেন সেই ২৬০ জেলে
- ০ মাস আগে সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়া ১৮ জেলে উদ্ধার
- ০ মাস আগে ঘূর্ণিঝড় মিধিলি: এখনো বিদ্যুৎহীন সরাইলের ৮ ইউনিয়ন
- ০ মাস আগে ঘূর্ণিঝড় মিধিলি: শিশুসহ ৭ জনের মৃত্যু
- ০ মাস আগে মিধিলির তাণ্ডব, ফেনীতে বিদ্যুৎহীন বহু মানুষ
- ০ মাস আগে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত
- ০ মাস আগে ঘূর্ণিঝড় মিধিলি: ফেনীতে আমন ধানের ক্ষতির শঙ্কায় কৃষক
- ০ মাস আগে ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে শিশুসহ নিহত ২
- ০ মাস আগে ঘূর্ণিঝড় মিধিলি: কুমিল্লায় বিদ্যুৎ লাইনের ক্ষতি
- ০ মাস আগে ঘূর্ণিঝড় মিধিলি: বরগুনায় ২০৫ বসতঘর ক্ষতিগ্রস্ত